বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে অংশ নেওয়ায় স্বাগত জানিয়ে মৌলভীবাজারে মিছিল করেছে আর্জেন্টিনা সমর্থকরা। মিছিলে শত শত মোটরবাইক ও কার নিয়ে অর্ধসহস্রাধিক সমর্থক অংশগ্রহণ করেন।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট রোডে গিয়ে শেষ হয়।
আর্জেন্টিনা সমর্থক সাদমান সাকিব বলেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন মেসির আর্জেন্টিনা।
শোভাযাত্রাটির আয়োজক ওমর ফারুক নাইম বলেন, রোববার রাতে আর্জেন্টিনার ফাইনাল। এ উপলক্ষে আমরা আর্জেন্টাইন ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করছি এবারের শিরোপা আর্জেন্টিনা নিবে।
মন্তব্য