মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে একাধিক হত্যা মামলার পলাতক আসামি আলাউদ্দিনকে (৩৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভানুগাছ লংগুরপাল এলাকায় সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আলাউদ্দিন জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা এলাকার বাসিন্দা কাছুম আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, আলাউদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়াও একই থানায় করা হত্যাচেষ্টা মামলায় তাকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলাউদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।
আলাউদ্দিনকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য