মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১২ জুলাই) রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে ও এসআই তীর্থঙ্কর দাস, এসআই জামাল উদ্দিনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা বাগান এলাকা থেকে মাদক কারবারি জীবন চাষাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত জীবন চাষা গান্ধীছড়া চা বাগানের বালিন্দ্র চাষার ছেলে।
এসময় জীবন চাষার ঘর তল্লাশী করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃত মাদক কারবারি জীবন চাষার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বুধবার সকালে তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনের ৩৬ (১) টেবিলের ১৯(ক) ধারায় মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য