শ্রীমঙ্গল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৬ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
গত সোমবার সকালে, দুপুরে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানাপুলিশ সূত্রে জানা যায় পুলিশ সুপার, মৌলভীবাজার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপরাধ), মৌলভীবাজার, এবং অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা জাহাঙ্গীর সরদার সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আসামিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- দুই বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি জাবেদ মিয়া, এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১১,০০,০০০/-(এগারো লক্ষ) টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামি জুটন দেব, এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৬২,৭০০/-(বাষট্টি হাজার সাতশত) টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামি বুদ্ধ দেব কৃষ্ণ দাস, ৭৭,০০০/-(সাতাত্তর হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত এবং অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি লিটন শীল, পরোয়ানাভুক্ত আসামি মো. জাবেদ মিয়া, পরোয়ানাভুক্ত আসামি সজিব হোসেন।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
মন্তব্য