মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে জঙ্গিবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সিটিটিসি।
উপজেলার টাট্টিউলি গ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানার খোঁজে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে অভিযানে নামে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সকাল ৭টায় এ অভিযান শুরু হয়।
দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
সোমবার সকালে আছকরাবাদ বাজার থেকে ১৭ জনকে জঙ্গ সন্দেহে আটকের পর এ অভিযান চালানো হয়।
মন্তব্য