বড়লেখায় ৬টি ভারতীয় চোরাই মহিষ আটক

মৌলভীবাজারের বড়লেখায় ৬টি ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করেছে বিজিবি বিওসি টিলা ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। মহিষগুলো মূল্য প্রায় ১২ লাখরবিবার দুপুরে উদ্ধার ভারতীয় চোরাই মহিষগুলো স্থানীয় কাস্টমসে জমা দিয়েছে বিজবিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্তের ১৩৯২ মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তর দিয়ে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মহিষের চালান নিয়ে যাচ্ছিল। এলাকাবাসীর গোপন সংবাদে বিজিবি সদস্যরা পাথারিয়া চা বাগান এলাকায় অভিযান চালায়। রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে ৬টি ভারতীয় চোরাই মহিষ আটক করে। এর আগেই চোরাকারবারিরা পবিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, আটক ভারতীয় চোরাই মহিষগুলোর সিজার মূল্য ১২ লাখ টাকা। শনিবার দুপুরে তা স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তারাই নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ কোষাগারে জমা দেবে।