কুলাউড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শতাধিক ইয়াবাসহ সেলিম আহমেদ (৩২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত সেলিম ওই ইউনিয়নের পশ্চিম গুড়াভুই গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে লুয়াইউনি চা বাগানের মেইন গেইটের সামনে থেকে ১০২ পিস ইয়াবাসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সেলিমকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য