ছোট মাঠ, আউটফিল্ড অসাধারণ। শহর থেকে দূরে পাহাড়ের মাঝে গাহুঞ্জে গ্রামে স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে। উইকেটে যেন রান ওঁৎ পেতে আছে! দুদিনে দুদলের ক্রিকেটাররা শুধুই ছক্কা অনুশীলন করেছেন। বল পেলেই মারে। কে কার চেয়ে বেশি জোরে মারতে পারেন সেই চেষ্টায় ব্যাটাররা প্রতিযোগিতা সারলেন। পুনের মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন মাঠে চার-ছক্কার ম্যাচ দেখতে মুখিয়ে স্থানীয় দর্শকরাও। বাংলাদেশের ভয়ের কারণ সেখানেই। নড়বড়ে টপঅর্ডার নিয়েই রান উৎসবের ম্যাচে লড়াইয়ের চ্যালেঞ্উইকেট ও পরিবেশ দেখে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ভারতের বোলিং কোচ পরশ মামব্রে স্বীকার করলেন এখানে অনেক রান হবে। এই মাঠ বাংলাদেশের জন্য ভয়ের কারণ কি না জানতে চাইলে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘আমরা ব্যাটিংয়ে স্থিতিশীল নই এমনটা নয়। অবশ্যই খেলোয়াড়রা নিজেরাও আরও ভালো করতে চাইছে। আমরা ব্যাটিং ইউনিট হিসাবে ভালো করতে পারছি না। কিছু পারফরম্যান্স হয়েছে, ম্যাচ জিতেছি, কিন্তু পুরোপুরি ব্যাটিং ইউনিট দিয়ে পারফর্ম করতে পারিনি। আশা করছি এই ব্যাটিংবান্ধব পিচে ভালো কিছু হবে, সম্পূর্ণ ব্যাটিং পারফরম্যান্স দেখতে পাব আগামীকাল (আজ)।’
আগের ম্যাচের চেয়ে কিছুটা পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের একাদশে জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে লিটন দাসের সঙ্গে আবারও ওপেন করতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। পেস বোলিংয়েও একটা পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে শরীফুল ইসলামের জায়গায় হাসান মাহমুদকে দেখা যেতে পারে। সংশয় রয়েছে সাকিবকে নিয়ে। আজ সকালে স্ক্যান রিপোর্ট পেয়েই সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং উইকেট হওয়ায় একজন বেশি বোলার নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা টাইগারদের। হাথুরুসিংহে বলেন, ‘ভারতের বিপক্ষে আলাদা বোলিং পরিকল্পনা থাকতে পারে। ব্যাটিং উইকেট হওয়ায় একজন বেশি বোলার খেলানো যেতে পারে। ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। সকালে অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
এদিকে প্রত্যাশানুযায়ী এখনো বাংলাদেশের পেসাররা জ্বলে উঠতে পারেনি। আজ পেসারদের দিন হতে পারে। এছাড়া বিশ্বকাপেও যেভাবে ব্যাটিং লাইনআপ নিয়ে ওঠানো-নামানো করছে টিম ম্যানেজমেন্ট তাতে দলকে স্থিতিশীল মনে হচ্ছে না। তবে কোচ ভিন্ন মত দিলেন। তিনি বলেন, ‘আমরা স্থিতিশীল দল নই এমনটা না। আমরা এরচেয়ে ভালো দল।
ব্যাটিং ইউনিট নিজেদের সেরা পারফর্ম দেখাতে পারছে না। এই উইকেটে আগামীকাল (আজ) সেটা হবে।’ তিনি বলেন, ‘এই উইকেটে বাংলাদেশের পেসাররা বড় প্রভাব ফেলতে পারে।’জ বাংলাদেশের।
মন্তব্য