দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হার ইংল্যান্ডের

ম্যাচের প্রথম ভাগে প্রোটিয়ারা ব্যাট হাতে চালালো তাণ্ডব। পরে বল হাতে তুললো ঝড়। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক জয় পেলো দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ইংলিশদের ৪০০ রানের টার্গেট দেয় তারা। জবাবে মাত্র ১৭০ রানে গুঁড়িয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস। দক্ষিণ আফ্রিকা পায় ২২৯ রানের বমুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশ ব্যাটারদের শুরুটা ছিল বাজে। এতে আরো বড় ব্যবধানে হারতে পারতো তারা। ১৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এবং নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৬.৩ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১০০/৮-এ। তবে দলের স্বীকৃত ব্যাটারদের যেন লজ্জা দিতে চেষ্টা করেন মার্ক উড ও অনবম উইকেটে ৭০ রানের জুটি গড়েন এ দুজন। ২১ বলে ৩৫ রান করেন অ্যাটকিনসন। আর মার্ক উড খেলেন টর্নেডো ইনিংস। দশ নম্বরে ব্যাট হাতে মাত্র ১৭ বলে করেন অপরাজিত ৪৩ রান। বিশ্বের অন্যতম দ্রুতগতির এই বোলার ব্যাট হাতে হাঁকান দুটি চার ও পাঁচটি ছক্কা। ফিল্ডিংয়ের সময় চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি রিস টপলি। সর্বোচ্চ পাঁচ উইকেট নেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোটজিয়ে। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি নেন দুটি করে উইকেট। বল হাতে একটি করে উইকেট পান ইয়ানসেন ও স্পিনার কেশব মহারাজ।চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে তৃতীয় হারে শঙ্কা বাড়লো ইংলিশদের। চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে নেমে গেছে ইংল্যান্ড।