৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে রোমাঞ্চে ঠাসা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগ্রেসরা। সিরিজের তৃতীয় ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। হোম অফ ক্রিকেট মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। পাকিস্তান নারী ক্রিকেট দলের এবারের সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এবারই প্রথম ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অবশ্য লড়াইটা হচ্ছে সমানে সমান। তবে দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটারদের বড় ইনিংস খেলার ব্যর্থতা চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে মাত্র ৮১ রানে গুটিয়ে যাওয়ার পর ১৫১ বল বাকি থাকতে মবিতীয় ম্যাচে দলীয় সংগ্রহ বাড়লেও ব্যাটারদের উন্নতি হয়নি। জ্যোতির ফিফটিতে ১৬৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। একপর্যায়ে পাকিস্তানের জয় সম্ভাব্য ফল মনে হলেও বোলারদের নৈপুণ্যে ম্যাচ ‘টাই’ হয়। এরপর সুপার ওভারের শেষ বলে জ্যোতির চারে জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের। আজ সিরিজ নির্ধারণি ম্যাচে আলাদা চোখ থাকবে বাংলাদেশের ব্যাটারদের ওপর। টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়া স্বাগতিকদের ব্যাটিং লাইন আজ জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার। এছাড়া কেমন উইকেটে খেলা হবে সেটাও আলোচনার বিষয়। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ৬৭ রান নিয়ে শীর্ষে। ৪০ রান করেন অলরাউন্ডার রাবেয়া দ্বিতীয়। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতা চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। এ কারণে সিরিজ জয়ের ম্যাচে ব্যাটারদের জ্বলে ওঠার বিকল্প নেই। প্রথম দুই ম্যাচে উইকেট ছিল একটু স্লো, স্পিন সহায়ক। যেখানে পাকিস্তানের স্পিনাররা দারুণ করেছেন। শীর্ষ উইকেট শিকারির তালিকায় প্রথম ৫ জনের ৩জনই সফরকারী দলের।
মন্তব্য